Monday, February 16, 2015

শ্রীশ্রীগীতামাহাত্ম্যম্‌ (Shankaracharya)


(শ্রীমৎ শঙ্করাচার্য)

যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন, তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন । ১ 

যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন তাঁর ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায় । ২

নিত্যস্নানে মানুষের শারীরিক মল নাশ হয় আর গীতাজ্ঞান-রূপ জলে একবারও যদি স্নান করা হয়, তবে তা সংসাররূপ মল নাশ করে দেয় । ৩

যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখ(পদ্ম) হইতে নিঃসৃত, সেই গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত, অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কী প্রয়োজন ? ৪

যা অমৃতোপম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত, সেই গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না । ৫

উপনিষদ্‌সমূহ গাভীর সমান, গোপালনন্দন শ্রীকৃষ্ণ তার দোহক, অর্জুন গো-বৎস, এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ-বুদ্ধিসম্পন্ন সুধীজন তার ভোক্তা । ৬

দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতাশাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র, ভগবান দেবকীনন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তাঁর নামই একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হল একমাত্র কর্তব্য-কর্ম । ৭
_________________________________________
আমার সীমিত সামর্থ্যে অনুসন্ধান করে এ পর্যন্ত ৬টি গীতামাহাত্ম্যের খোঁজ পেয়েছি :-
  1. বৈষ্ণবীয় তন্ত্রসারে উক্ত গীতামাহাত্ম্য (84-85 শ্লোকসংখ্যা) 1, 2, 3
  2. বরাহপুরাণে উক্ত গীতামাহাত্ম্য (23 শ্লোকসংখ্যা) 1, 2
  3. শ্রী আদি শংকরাচার্য্য'এর লেখা গীতামাহাত্ম্য (7 শ্লোকসংখ্যা) 1, 2
  4. পদ্মপুরাণ, উত্তরাখণ্ডে উক্ত গীতামাহাত্ম্য 1, 2, 3, 4, 5, 6 (English); 7, 8 (Bengali)
  5. স্কন্দপুরাণ, অবন্তীখণ্ডে উক্ত গীতামাহাত্ম্য (15 শ্লোকসংখ্যা) 1, 2
  6. মহাভারতে উক্ত গীতামাহাত্ম্য (4 শ্লোকসংখ্যা) 1
বিভিন্ন গীতা ও মাহাত্ম্য নিয়ে বিদগ্ধ আলোচনা 1

_________________________________________
Hard Copy Source:
"Srimadvagabadgeeta" translated by Ms. Gayatri Bandyopadhyay. 27th Reprint, 2007. Printed & published by Gita Press, Gorakhpur-273005.

Sanskrit Source
English Translation

Online References:
    https://archive.org/details/BgMahatmyasriSankaracharya
    http://www.salagram.net/gita_mahatmya.htm
    Disclaimer
    This website is a personal, non-commercial, research-oriented effort of a novice religious wanderer.
    এই ওয়েবসাইট'টি আধ্যাত্মিক পথের এক অর্বাচীন পথিকের ব্যক্তিগত, অবাণিজ্যিক, গবেষণা-ধর্মী প্রয়াস মাত্র ।

    [Digitised by scanning (if required) and then by typing mostly in Notepad using Unicode Bengali "Siyam Rupali" font and Avro Phonetic Keyboard for transliteration. Uploaded by rk]


    <Previous--Contents--Next>

      No comments:

      Post a Comment