Sunday, December 6, 2015

Welcome

স্বাগত | Welcomeस्वागत:



Dawn-bird of faith
ভক্তি ভোরের পাখি, রাতের আঁধার শেষ না হতেই 'আলো' বলে ওঠে ডাকি । [রবীন্দ্রনাথ ঠাকুর, লেখন-১১৭]

Faith is the bird, that sings when the dawn is still dark. [Rabindranath Tagore, Fireflies]

Lonely walk of the Enlightened
Though everything else is taken away from him, though he has to walk the streets, cold, hungry and alone, though he may know no human being into whose eyes he can look and find understanding, he shall yet be able to go his way with a smile on his lips, for he has gained inward freedom. [Dr. Sarvepalli Radhakrishnan, Commentary on The Bhagavadgita|2|34-38, p.114]

যদিও আর সবকিছুই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, যদিও তাকে পথ চলতে হয়, শীতার্ত, ক্ষুধার্ত এবং একাকী, হয়তো এমন কোনো মানুষকে তার জানা নেই যার চোখের দিকে চেয়ে সে খুঁজে পাবে সহমর্মীতা, তবুও সে হাসিমুখে তার পথ চলতে পারে, কারণ সে পেয়েছে অন্তরের মুক্তি । [ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ, গীতাভাষ্য |২|৩৪-৩৮]

Aum - Come unto Me
सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज । अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः १८|६६

Abandoning all dharmas, come unto Me alone for shelter : sorrow not, I will liberate thee from all sins. [Gita|18|66]

সকল ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমারই শরণ নাও; আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, শোক কোর না । [গীতা |১৮|৬৬]


Aum - pervading the Universe
... विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत् १०|४२

... I remain, pervading this whole universe with one fragment of Myself only. [Gita|10|42]

... আমি, এই সমস্ত জগৎ আমার একাংশ মাত্র দিয়ে ধারণ করে, অবস্থিত আছি । [গীতা |১০|৪২]

Trance music of eternity
Only the Hindu religion is dedicated to the idea that the Cosmos itself undergoes an immense, indeed an infinite, number of deaths and rebirths. It is the only religion in which the time scales correspond, no doubt by accident, to those of modern scientific cosmology.  [Carl Sagan, Cosmos (1985), 1, 2, 3, 4More

একমাত্র হিন্দু ধর্মই সনির্বন্ধ ভাবে ধারণা করে যে ব্রহ্মাণ্ডের অসংখ্যবার মৃত্যু এবং পুনর্জন্ম হয় । একমাত্র এই ধর্মের মহাজাগতিক সময়সীমার সাথেই, নিঃসন্দেহে অপ্রত্যাশিতভাবে, আধুনিক বৈজ্ঞানিক সময়সীমার সাযুজ্য পাওয়া যায় । [কার্ল সাগন, কস্‌মস্‌ (১৯৮৫), 1, 2, 3, 4বিশদ
___________________________________________
Image sources :
1) Dawn-bird of faith
2) Lonely walk of the Enlightened
3) OM.jpg (lost the source)
4) Universal-Om

Video/Audio source :
ॐ Solar-Fields ॐ Solarstone ॐ Electronic-Architecture

Uploaded by rk
हरि ॐ तत् सत्... Hari Om Tat Sat... হরি ওঁ তৎ সৎ...

No comments:

Post a Comment