Vedic Gods, Avatars and Cosmic Time

বৈদিক দেবতা, অবতার এবং ব্রহ্মাণ্ডের সময়

(Vedic Gods, Avatars & Cosmic Time)


Contents


1) তেত্রিশ থেকে তেত্রিশ কোটি ! (33 to 33 crores !)
2) বৈদিক দেবতাদের তালিকা (List of Vedic Gods)
2.1) দ্বাদশ আদিত্য (12 Adityas)
2.2) একাদশ রুদ্র (11 Rudras)
2.3) অষ্টবসু (8 Vasus)
2.4) অশ্বিনীকুমারদ্বয় (2 Ashwini Kumaras)
2.5) উনপঞ্চাশজন মরুৎ (49 Storm/Wind Gods)
3) হিন্দুধর্মে অবতার (Avatars in Hinduism)
3.1) দশাবতার (10 Avatars)
3.2) দ্বাবিংশ অবতার (22 Avatars)
 চতুর্সন (4 Sanakas)
3.3) চতুর্দশ মন্বন্তর অবতার (14 Manus)
3.3.1) সূর্যবংশ (Solar Dynasty)
3.4) সপ্তঋষি (7 Great Sages)
3.5) পুরুষ অবতার (4 Purusha Avatars)
3.6) গুণ অবতার (3 Guna Avatars)
3.7) ২৫ জন জীবের প্রতিষ্ঠাতা (25 Patriarchs of Life)
4) ব্রহ্মাণ্ডের সময় (Cosmic Time)
4.1) হিন্দু সময়রেখা (Hindu Time-line)
4.2) মহাজাগতিক সময়রেখা (Cosmic Time-line)
4.3) সাযুজ্য (Similarity)


1) তেত্রিশ থেকে তেত্রিশ কোটি ! 33 to 33 crores !


হিন্দুর মুখে ত শুনি, হিন্দুর দেবতা তেত্রিশ কোটি । কিন্তু দেখি, বেদে আছে, দেবতা মোটে তেত্রিশটি । কেবল ঋগ্বেদে নয়, শতপথব্রাহ্মণে, মহাভারতে, রামায়ণে ও ঐতরেয় ব্রাহ্মণেও তেত্রিশটিমাত্র দেবতার কথা আছে । এখন তেত্রিশ হইতে তেত্রিশ কোটি হইতে আর কতক্ষণ লাগে ! [বঙ্কিমচন্দ্র]


Hindus say that they have 33 crores gods and deities. But Vedas have only 33 gods. Not only Rigvedas, even Satapatha Brahmana, Mahabharata, Ramayana and Aitareya Brahmana, all mention only 33 gods. How long it takes for 33 to become 33 crores ! [Bankimchandra]


পশ্যাদিত্যান্ বসূন্ রুদ্রানশ্বিনৌ মরুতস্তথা  ৷ [গীতা|১১|৬]
পশ্য (এই দেহে অবলোকন কর); আদিত্যান্‌, বসূন্‌ (দ্বাদশ আদিত্য, অষ্ট বসু); রুদ্রান্‌, অশ্বিনৌ (একাদশ রুদ্র, দুই অশ্বিনীকুমার); তথা, মরুতঃ (এবং উনপঞ্চাশজন মরুৎকে); ...
Behold the Adityas, the Vasus, the Rudras, the two Ashvins and also the Maruts;... [Gita|11|6]

দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র এবং দুজন অশ্বিনীকুমার - এই তেত্রিশ কোটি (তেত্রিশ প্রকারের) দেবতা হলেন সমস্ত দেবতাদের মধ্যে প্রধান ।
12 Adityas, 8 Vasus, 11 Rudras & 2 Ashvins - these 33 types of gods are chief of all gods.


দেবতাগনের মধ্যে মরুদ্‌গণকেও ধরা হয়, কিন্তু উনপঞ্চাশ মরুদ্‌গণকে এই তেত্রিশ কোটি দেবতাদের থেকে আলাদা বলে মনে করা হয়; কারণ এরা সকলেই দৈত্য থেকে দেবতায় পরিণত হয়েছেন । তাই ভগবানও এঁদের ‘তথা’ পদ দ্বারা পৃথক করে বলেছেন । [সাধক-সঞ্জীবনী]
Since 49 Wind Gods became gods from demons, they are considered separately.

2) বৈদিক দেবতাদের তালিকা (List of Vedic Gods) :-


2.1) দ্বাদশ আদিত্য (12 Adityas as Sun-gods) :- [Bhagavata & Linga Puranas, বঙ্কিমচন্দ্র, মহাভারত|আদিপর্ব|৬৫|১৫-১৬]


1) বরুণ (Varuna)
2) মিত্র (Mitra)
3) অর্যমা (Aryama)
4) ভগ (Bhaga)
5) অংশ/অংশুমান (Amsa/Amshuman)
6) অদিতির পুত্র ধাতা/ধাতৃ/ধুতি (Aditi's son Dhata/Dhatri/Dhuti)
7) ইন্দ্র/শক্র (Indra/Sakra)
8) পর্জ্জন্য/সবিতৃ/সবিতা (Parjanya/Savitri/Savita)
9) ত্বষ্টা (Tvashtha)
10) বিষ্ণু (Vishnu, head of all the Adityas, different from Lord Vishnu)
11) পূষা (Pusha)
12) বিবস্বান/সূর্য/অর্ক/রবি/ভানু (Vivasvan/Surya/Arka/Ravi/Bhanu)


2.2) একাদশ রুদ্র (11 Rudras) :-


#
1মন্যু (Manyu)আনন্দ (Ananda, bliss)
2মনু (Manu)বিজ্ঞান (Vijnan, knowledge)
3মহ্মস (Mahmasa)মানস (Manasa, thought)
4মহন (Mahan)প্রাণ (Prana, breath)
5শিব (Shiva)বাক্‌ (Vak, speech)
6ঋতুধ্বজ (Ritudhvaja)ঈশান (Ishan, ruler)
7উগ্ররেতস্‌ (Ugraretas)তৎপুরুষ (Tatpurusha, that person)
8ভব (Bhava)অঘোর (Aghora, not terrible)
9কাম (Kama)বামদেব (Vamadeva, pleasant god)
10বামদেব (Vamadeva)সদ্যজাত (Sadyojata, born at once)
11ধৃতব্রত (Dhritavrata)আত্মা (Atman, self)


#
Mahabharata 2
1অজৈকপদ (Ajaikapad)অজ (Aja)
2অহিব্রধ্ন (Ahi Budhnya)একপদ (Ekapada)
3পিনাকী (Pinakin)অহিব্রধ্ন (Ahirbudhnya)
4ঋত (Rita)ত্বষ্টা (Tvasta)
5পিতৃরূপ (Pitrirupa)রুদ্র (Rudra)
6ত্র্যম্বক (Tryambaka)হর (Hara)
7মহেশ্বর (Maheshvara)শম্ভু (Sambhu)
8বৃষাকপি (Vrisakapi)ত্র্যম্বক (Tryambaka)
9শম্ভু (Sambhu)অপরাজিত (Aparajita)
10হবন (Havana)ঈশান (ruler)
11ঈশ্বর (Ishvara)ত্রিভূবন (Tribhuvana)


মৎসপুরাণমহাভারত থেকে আরও বিভিন্ন নাম পাওয়া যায় যেমন :- 
বিশ্বরূপ (Vishvarupa)বিরুপাক্ষ (Virupaksa), বহুরূপ (Bahurupa)বিলোহিত (Vilohita), ভীম (Bhima), রৈবত (Raivata)পিঙ্গল (Pingala), ক্ষর (Khara), দহন (Dahana), সেনানী (Senani), কপালি (Kapali), স্থানু (Sthanu), ভগ (Bhaga), সবিতৃ (Savitri), জয়ন্ত (Jayanta), চণ্ড (Chanda), ধ্রুব (Dhruva), শাসন (Shasana), অজেশ (Ajesha) ।


হরিবংশ [১|৩|৫১-৫২] :-
1) হর (Hara)
2) বহুরূপ (Bahurup)
3) ত্র্যম্বক (Tryambak)
4) অপরাজিত (Aparajita)
5) বৃষাকপি (Brishakopi)
6) শম্ভু (Shambhu)
7) কপর্দী (Karpadee)
8) রৈবত (Raivata)
9) মৃগব্যাধ (Mrigavyadh)
10) শর্ব (Sharba)
11) কপালী (Kapali)

2.3) অষ্টবসু (8 Vasus - deities of material elements) : - [Brihadaranyaka Upanishad & Mahabharata, মহাভারত|আদিপর্ব|৬৬|১৮]



1) ধর/পৃথিবী (Earth)
2) ধ্রুব/নক্ষত্র (Pole-star)
3) সোম (Moon)
4) সবিতৃ/প্রত্যুষ/সূর্য (Sun)
5) অনিল/বায়ু (Wind)
6) অনল/অগ্নি (Fire)
7) অহঃ/অন্তরীক্ষ (pervading/Space) or অপ্‌/জল (Water)
8) প্রভাস/দ্বৌস (Sky/Dyaus)


2.4) অশ্বিনৌ/অশ্বিনীকুমারদ্বয় (Ashvin twins or Ashwini Kumaras) [wiki]

অশ্বিনীকুমার দু'ভাই হলেন দেবগণের চিকিৎসক ।

মোট : ১২ আদিত্য + ১১ রুদ্র + ৮ বসু + ২ অশ্বিনীকুমার* = ৩৩ বৈদিক দেবতা + ১ ব্রহ্মা = ৩৪

Total : 12 Adityas + 11 Rudras + 8 Vasus + 2 Ashvins* = 33 Vedic Gods + 1 Brahma = 34
_____________________________________________
*অশ্বিনীকুমারদ্বয়ের বদলে কোনো কোনো মতে স্বর্গ (Heaven) ও পৃথিবীকে (Earth) দেবতা/দেবী বলে ধরা হয় । কিন্তু পৃথিবী তো অষ্টবসুর মধ্যে আগে থেকেই রয়েছে ।
_____________________________________________


2.5) উনপঞ্চাশজন মরুৎ (49 Storm/Wind Gods) [বায়ুপুরাণ|৬৭|১২৩-১৩০]


1) সত্ত্বজ্যোতি (Sattwajyoti)
2) আদিত্য (Aditya)
3) সত্যজ্যোতি (Satyajyoti)
4) তির্যগজ্যোতি (Tiryagjyoti)
5) জ্যোতিষ্মান (Jyotishman)
6) হরিৎ (Harit)
7) ঋৎজিৎ (Ritjit)
8) সত্যজিৎ (Satyajit)
9) সুষেণ (Sushen)
10) সেনজিৎ (Senjit)
11) সত্যমিত্র (Satyamitra)
12) অভিমিত্র (Avimitra)
13) হরিমিত্র (Harimitra)
14) কৃত (Krita)
15) সত্য (Satya)
16) ধ্রুব (Dhrub)
17) ধর্তা (Dharta)
18) বিধর্তা (Bidharta)
19) বিধারয় (Bidharoy)
20) ধ্বান্ত (Dhwanta)
21) ধুনি (Dhuni)
22) উগ্র (Ugra)
23) ভীম (Bheem)
24) অভিয়ু (Aviyu)
25) সাক্ষিপ (Sakshyip)
26) ঈদৃক্‌ (Eedrik)
27) অনাদৃক্‌ (Anadrik)
28) যাদৃক্‌ (Yadrik)
29) প্রতিকৃৎ (Pratikrit)
30) ঋক্‌ (Rik)
31) সমিতি (Samiti)
32) সংরম্ভ (Sangramva)
33) ঈদৃক্ষ (Eedrikshya)
34) পুরুষ (Purush)
35) অন্যাদৃক্ষ  (Anyadrikshya)
36) চেতস্‌ (Chetas)
37) সমিতা (Samita)
38) সমিদৃক্ষ (Samidrikshya)
39) প্রতিদৃক্ষ (Pratidrikshya)
40) মরুতি (Maruti)
41) সরত (Sarat)
42) দেব (Deb)
43) দিশ (Dish)
44) যজুঃ (Yaju)
45) ত্র্যম্বক (Tryambak)
46) অনুদৃক্‌ (Anudrik)
47) সাম (Sam)
48) মানুষ (Manush)
49) বিশ্‌ (Bish)

3) হিন্দুধর্মে অবতারের তালিকা (List of Avatars in Hinduism) :-


অবতার (আক্ষরিক অর্থে অবতরণকারী) বলতে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে (যেমন সাধুদের রক্ষা, দুষ্টের বিনাশ ও ধর্ম সংস্থাপন করার জন্য) মর্ত্যে অবতীর্ণ পরম সত্ত্বাকে বোঝায় । হিন্দুধর্মে অবতারবাদ মূলত বিষ্ণুকে কেন্দ্র করেই গড়ে উঠেছে । বিভিন্ন গ্রন্থে অবতারের মোট সংখ্যা নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায় । অবতার দুই প্রকার আংশিক ও পূর্ণাবতার । বিষ্ণু পরিপূর্ণভাবে (পূর্ণ ১৬ কলা নিয়ে) আবির্ভূত হলে তাঁকে বলে পূর্ণাবতার এবং আংশিকভাবে আবির্ভূত হলে তাঁকে বলে অংশাবতার[wiki]

ভক্তিশাস্ত্রে নানাবিধ অবতারের উল্লেখ আছে - পুরুষ অবতার (সঙ্কর্ষণাদি), লীলাবতার (মৎস্য-কূর্মাদি), যুগাবতার (শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ) । মহাভারতে নারায়ণীয়-পর্বাধ্যায়ে যে দশ (10) অবতারের উল্লেখ আছে তাহাতে বুদ্ধ অবতার নাই, প্রথমে হংস (swan) অবতার । পরবর্তী পুরাণসমূহে বুদ্ধ-অবতার লইয়াই দশ অবতারের গণনা হইয়াছে । ভাগবতে দ্বাবিংশ (22) অবতারের উল্লেখ আছে । [জগদীশচন্দ্র ঘোষ]


3.1) গরুড় পুরাণ অনুসারে বিষ্ণুর দশ (লীলা-)অবতার (Ten Avatars) :- [1, 2]


(?) হংস (swan, in Mahabharata only)
(1) মৎস্য (fish)
(2) কূর্ম (tortoise)
(3) বরাহ (boar)
(4) নৃসিংহ (Narasimha)
(5) বামন (dwarf)
(6) পরশুরাম (Parashuram)
(7) রাম (Rama - পূর্ণাবতার)
(8) কৃষ্ণ (Krishna - পূর্ণাবতার)
(9) বুদ্ধ (Buddha) / বলরাম (দক্ষিণ ভারত) / বিঠোবা (মহারাষ্ট্র ও গোয়া) / জগন্নাথ (উড়িষ্যা) / সাত্বত (Satvata)
(10) কল্কি (Kalki - পূর্ণাবতার)


3.2) ভাগবত পুরাণ মতে বিষ্ণুর দ্বাবিংশ (22) অবতার :- [1, 2, 3]


(0) হিরণ্যগর্ভ / আদি পুরুষ (Hiranyagarbha or Cosmic womb / ADI PURUSH with the lotus that carries Brahma)
(1) চতুর্সন/চিরকুমার (4 Sanakas/the eternal youths, 4 sons of Brahma) :
i) সনক (Sanaka),
ii) সনন্দ (Sananda),
iii) সনাতন (Sanatana),
iv) সনতকুমার (Sanatkumara)
(2) বরাহ (boar)
(3) নারদ (Narada)
(4) (যমজ) নর-নারায়ণ (Nara-Naryana, twins)
(5) (সাংখ্যদর্শনের) কপিল (Kapila of Sankhya Philosophy)
(6) দত্তাত্রেয় (Dattatraya, gave spiritual knowledge to Prahlada)
(7) যজ্ঞ (Yajna, temporarily became Indra)
(8) ঋষভ (Rishabha, first Tirthankara)
(9) পৃথু (Prithu, made this Earth cultivable)
(10) মৎস্য (fish)
(11) কূর্ম (tortoise)
(12) ধন্বন্তরী (Dhanvantari, father of Ayurveda)
(13) মোহিনী (Mohini, enchanting woman)
(14) নৃসিংহ (Narasimha)
(15) বামন (dwarf)
(16) পরশুরাম (Parashuram)
(17) ব্যাসদেব (Vyasa)
(18) রাম (Rama)
(19) বলরাম (Balarama)
(20) কৃষ্ণ (Krishna)
(21) বুদ্ধ (Buddha)
(22) কল্কি (Kalki)
(??) প্রশ্নিগর্ভ (Prashneegarva)
(??) হয়গ্রীব (Hayagreeva, protected the Vedas)
(??) হংস (swan)

কল্কি অবতারের বর্ণনা দেওয়ার পর ভাগবত পুরাণ–এ ঘোষিত হয়েছে, বিষ্ণুর অবতার অসংখ্য । যদিও উপরি উল্লিখিত পঁচিশ (25) অবতারের গুরুত্বই সর্বাধিক । [wiki]


3.3) মন্বন্তর অবতার (Manvantara Avatar) :- [1, 2, 3]


চতুর্দশ মনুর (14 Manu's) অধিকারকালকেই চৌদ্দ মন্বন্তর বলে ।

(1) স্বায়ম্ভুব / যজ্ঞ (Svayambhuva/Yajna)
(2) স্বারোচিষ / বিভু (Svarocisa/Vibhu)
(3) উত্তম / সত্যসেন (Uttama/Satyasena)
(4) তামস / হরি (Tamasa/Hari)
(5) রৈবত / বৈকুণ্ঠ (Raivata/Vaikuntha)
(6) চাক্ষুষ / অজিত (Caksusa/Ajita)
(7) বৈবস্বত / শ্রদ্ধাদেব / বামন (Vaivasvata/Sraddhadeva/Vamana)
(8) সাবর্ণি / সার্বভৌম (Savarni/Sarvabhauma)
(9) দক্ষসাবর্ণি / ঋষভ (Daksa-savarni/Risabha)
(10) ব্রহ্মসাবর্ণি / বিশ্বক্ষেণ (Brahma-savarni/Visvaksena)
(11) ধর্মসাবর্ণি / ধর্মসেতু (Dharma-savarni/Dharmasetu)
(12) রুদ্রসাবর্ণি / সুধাম / স্বধাম (Rudra-savarni/Sudhama/Svadhama)
(13) দেবসাবর্ণি / যোগেশ্বর (Deva-savarni/Yogesvara)
(14) ইন্দ্রসাবর্ণি / বৃহদ্ভানু (Indra-savarni/Brihadbhanu)

সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারিযুগ জানি ।
4 Yugas are Satya, Treta, Dwapara, Kali
সেই চারিযুগে দিব্য একযুগ মানি ।।
1 Chaturyuga = 4 Yugas
একাত্তর চতুর্যুগে এক মন্বন্তর ।
1 Manvantara = 71 Chaturyugas
চৌদ্দ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর ।।
Brahama's 1 Day = 14 Manvantaras
বৈবস্বত নাম এই সপ্ত মন্বন্তর ।
Vaivasvata is the name of this seventh Manvantara Manu
সাতাইশ চতুর্যুগে তাহার অন্তর ।।
27 Chaturyugas of this Manvantara are past
অষ্টাবিংশ চতুর্যুগে – দ্বাপরের শেষে ।
In the 28th Chaturyuga - at the end of Dwapara Yuga
ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে ।।
Sri Krishna manifested at Braja. [চৈতন্যচরিতামৃত]


3.3.1) Commencement of the Solar Dynasty (সূর্যবংশ) :

Vaivasvata Manu (বৈবস্বত মনু) is the son of Vivasvan (বিবস্বান), the sun-god. Iksvaku (ইক্ষ্বাকু) is the son of Vaivasvata Manu.

এই অব্যয়যোগ আমি (শ্রীভগবান্‌) সূর্যকে (বিবস্বানকে) বলিয়াছিলাম; সূর্য স্বীয় পুত্র মনুকে (বৈবস্বতকে) এবং মনু তৎপুত্র ইক্ষ্বাকুকে ইহা বলিয়াছিলেন । [গীতা |৪|১]

3.4) The seven sages (সপ্তঋষি) of this seventh Manvantara :- [Saptarishi]

1) কশ্যপ (Kasyapa)
2) অত্রি (Atri)
3) বশিষ্ঠ (Vasistha)
4) বিশ্বামিত্র (Visvamitra)
5) গৌতম (Gautama)
6) জমদগ্নি (Jamadagni)
7) ভরদ্বাজ (Bharadvaja)


3.5) পুরুষ অবতার (Purusha Avatars) :-

1) বাসুদেব (আত্মা)
2) সঙ্কর্ষণ (জীব)
3) প্রদ্যুম্ন (মন)
4) অনিরুদ্ধ (অহঙ্কার)

মহাভারতে নারায়ণীয় বা ভাগবত-ধর্ম বর্ণনায় এই চারি মূর্তি বা 'চতুর্ব্যূহ'এর উল্লেখ আছে । এই চারি ব্যূহ এক সর্বতঃপূর্ণ বাসুদেবেরই বিভাব । [গীতা|১০|৬, wiki]


3.6) গুণ অবতার :- [wiki]


1) বিষ্ণু (সত্ত্বগুণের নিয়ন্ত্রক)
2) ব্রহ্মা (রজোগুণের নিয়ন্ত্রক)
3) শিব (তমোগুণের নিয়ন্ত্রক)

হিন্দু ত্রয়ী দেবতা ত্রিমূর্তি অনেক সময় গুণ অবতার নামে অভিহিত হয়ে থাকেন । এর কারণ তাঁদের প্রকৃতির এক-একটি গুণের নিয়ন্ত্রক রূপে কল্পনা করা হয় । যদিও তাঁরা কখনই জীবের রূপ ধারণ করে মর্ত্যে অবতীর্ণ হন না, তবুও তাঁদের অভিধার সঙ্গে অবতার কথাটি যুক্ত করা হয় ।


3.7) ২৫ জন জীবের প্রতিষ্ঠাতা


4 Sanakas* + 14 Manus + 7 Great Sages = 25 patriarchs of the living entities all over the universe. [wiki, Gita|10|6]

৪ সনক* + ১৪ মনু + ৭ মহৎ ঋষি = ২৫ জন সমগ্র বিশ্বচরাচরের জীবের প্রতিষ্ঠাতা [গীতা|১০|৬]
_____________________________________________
* Alternatively 4 Purusha Avatars (পুরুষ অবতারগণ) according to Lokamanya Tilak


4) ব্রহ্মাণ্ডের সময় (Cosmic Time)


4.1) হিন্দু সময়রেখা (Hindu Time-line) [wiki]


The Hindu cosmology and timeline is the closest to modern scientific timelines. [Harry Oldmeadow (2007)]

হিন্দুধর্মের ব্রহ্মাণ্ডতত্ত্ব এবং সময়রেখাই আধুনিক বৈজ্ঞানিক সময়রেখার সবচেয়ে কাছাকাছি ।


Hindu Time-line

দেবগণের দিন = মনুষ্যের উত্তরায়ণ ছয় মাস
God's 1 Day = 6 solar months of Northern Solstice
দেবগণের রাত্রি = মনুষ্যের দক্ষিণায়ন ছয় মাস
God's 1 Night = 6 months of Southern Solstice 
(কারণ, দেবতাগণ মেরু-পর্বতের উপর উত্তর ধ্রুবস্থানে থাকেন - সূর্যসিদ্ধান্ত ১|১৩, ১২|৩৫|৬৭ । Because, Gods reside in the North Pole area)
দেবগণের দিনরাত্রি = মনুষ্যের ১ বৎসর
God's 1 Day-Night = 1 solar year
দেবগণের ১ বৎসর = মনুষ্যের ৩৬০ বৎসর
God's 1 Year = 360 solar year
১ চতুর্যুগ = ১২০০০ দেবগণের বৎসর = ১২০০০ x ৩৬০ = ৪,৩২০,০০০ মনুষ্য বৎসর
1 Chaturyuga = 12,000 God's year = 12,000*360 = 4,320,000 solar year

সত্য যুগ = ১৭ লক্ষ ২৮ হাজার বৎসর
Satya Yuga = 1,728,000 solar years
ত্রেতা যুগ = ১২ লক্ষ ৯৬ হাজার বৎসর
Treta Yuga = 1,296,000 solar years
দ্বাপর যুগ = ৮ লক্ষ ৬৪ হাজার বৎসর
Dwapara Yuga = 864,000 solar years
কলি যুগ = ৪ লক্ষ ৩২ হাজার বৎসর
Kali Yuga* = 432,000 solar years

১ চতুর্যুগ (মহাযুগ) = সত্য + ত্রেতা + দ্বাপর + কলি = ৪৩ লক্ষ ২০ হাজার বৎসর
1 Chaturyuga (Mahayuga) = Satya + Treta + Dwapara + Kali = 4,320,000 solar years (4.32 million)

১ মন্বন্তর = ৭১ চতুর্যুগ = ৩০ কোটি ৬৭ লক্ষ ২০ হাজার বৎসর
1 Manvantara = 71 Chaturyugas = 306,720,000 solar years (306.72 million)

১ কল্প** = ব্রহ্মার ১ দিব্য দিন = ১০০০ চতুর্যুগ = ১৪ মন্বন্তর + ১৫ সন্ধিকাল*** = ১৪ x ৭১ চতুর্যুগ (৯৯৪) + ১৫ সন্ধিকাল = ৪৩২ কোটি বৎসর [শ্রীমদ্ভাগবতম্‌|৪|৩১|১০; গীতা|৮|১৭]

1 Kalpa = Brahma's 1 Divine Day = 1000 Chaturyugas = 14 Manvantaras + 15 Transition periods = 14*71 Chaturyugas (994) + 15 Transition periods = 4,320,000,000 solar years (4.32 billion) [Srimad Bhagavatam 4.31.10; Gita|8|17]

ব্রহ্মার দিনরাত্রি = ২ x ৪৩২ = ৮৬৪ কোটি বৎসর
Brahma's Day & Night = 2*4.32 = 8.64 billion solar years

ব্রহ্মার বৎসর = ৩৬০ দিব্য দিন = ৩৬০ x ৮৬৪ কোটি বৎসর
Brahma's Year = 360 Divine Days = 360*8.64 billion solar years

ব্রহ্মার আয়ু = ১ মহাকল্প = ১০০ দিব্য বৎসর = ৩৬০ x ৮৬৪ x ১০০ = ৩১১ লক্ষ ৪ হাজার কোটি বৎসর
Brahma's Life = 1 Mahakalpa = 100 Divine Years = 360*8.64*100 billion i.e. 311 trillion 40 billion = 311,040,000,000,000 solar years

_____________________________________________
*খ্রীঃপূঃ ৩১০২'তে, দ্বাপরের শেষে যখন শ্রীকৃষ্ণ তিরহিত হলেন তখন থেকেই কলিযুগের আরম্ভ । Kaliyuga started in BC 3102 at the end of the Dwapara Yuga that was marked by the disappearance of Krishna. [Aryabhata]

**এক কল্পকাল (ব্রহ্মার দিন) অতিবাহিত হবার পর সমস্ত সৃষ্টি প্রলয়ে ধ্বংশপ্রাপ্ত হয় । এরপর এক কল্পকাল (ব্রহ্মার রাত্রি) সৃষ্টিহীনভাবে থাকার পর পুনরায় সৃষ্টিচক্র শুরু হয় । এইভাবে ৮৬৪ কোটি বছর (ব্রহ্মার এক দিনরাত্রি) ধরে সৃষ্টি-লয়ের চক্র চলে । একইভাবে ১০০ দিব্য বছর বাদে ব্রহ্মা লয়প্রাপ্ত হলে পরের ১০০ দিব্য বছর কোনো ব্রহ্মা থাকেন না ।

***১৪'টি মন্বন্তরের আগে ও পরে মোট ১৫'টি সন্ধিকাল থাকার ফলে ১০০০-৯৯৪ = ৬ চতুর্যুগের হিসাব নেই । অর্থাৎ ৪৩২ কোটি বছরের মধ্যে প্রায় ৩ কোটি বছর সন্ধিকাল । (১ সন্ধিকাল = ২০ লক্ষ বছর প্রায়) [Yuga, Kalpa]
_____________________________________________


4.2) মহাজাগতিক সময়রেখা (Cosmic Time-line) : [Learning Development InstituteUSGS]


Ma*
উদ্ভব (Origin)
2মানুষ (Humans - genus Homo)
150পাখি (Birds)
190স্তন্যপায়ী (Mammals)
315
সরীসৃপ (Reptiles)
370উভচর (Amphibians)
510মাছ (Fish)
3800আদিম প্রাণ (Earliest Life)
4540পৃথিবী (Earth)
4600সৌরজগত (Solar System)
12600
ছায়াপথ (Milky Way)
13800
ব্রহ্মাণ্ড (UniverseBig Bang)
_____________________________________________
Ma* -  Millions of years ago (১০ লক্ষ বছর আগে)


4.3) Similarity (সাযুজ্য) :


আধুনিক বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী পৃথিবীর সৃষ্টি হয়েছিল ৪৫৪ কোটি বৎসর পূর্বে ।
(As per modern scientific estimates Earth was formed 4.54 billion years ago. USGS)
বৈদিক মতানুযায়ী সৃষ্টি ও প্রলয়ের মাঝে সময় (১ কল্প) = ৪৩২ কোটি বৎসর ।
(As per Vedic texts the period of time between the creation and destruction of a world or universe i.e. 1 Kalpa is 4.32 billion years.)

The Hindu religion is the only one of the world’s great faiths dedicated to the idea that the Cosmos itself undergoes an immense, indeed an infinite, number of deaths and rebirths. It is the only religion in which the time scales correspond, no doubt by accident, to those of modern scientific cosmology. Its cycles run from our ordinary day and night to a day and night of Brahma, 8.64 billion years long, longer than the age of the Earth or the Sun and about half the time since the Big Bang. And there are much longer time scales still. [Carl SaganCosmos (1985)123, 4]


পৃথিবীর সমস্ত বৃহৎ বিশ্বাসগুলির মধ্যে একমাত্র হিন্দু ধর্মই সনির্বন্ধ ভাবে ধারণা করে যে ব্রহ্মাণ্ডের অসংখ্যবার মৃত্যু এবং পুনর্জন্ম হয় । একমাত্র এই ধর্মের মহাজাগতিক সময়সীমার সাথেই, নিঃসন্দেহে অপ্রত্যাশিতভাবে, আধুনিক বৈজ্ঞানিক সময়সীমার সাযুজ্য পাওয়া যায় । এর কালচক্রগুলো আমাদের সাধারণ দিন রাত্রি থেকে শুরু করে ব্রহ্মার দিন রাত্রি পর্যন্ত ব্যাপ্ত, ৮৬৪ কোটি বছর দীর্ঘ, যা পৃথিবী বা সূর্যের বয়সের থেকেও বেশী, এবং বিগ্‌ ব্যাং'এর পর অতিবাহিত সময়ের প্রায় অর্ধেক । দীর্ঘতর সময়ের পরিমাপকও আছে । [কার্ল সাগনকস্‌মস্‌ (১৯৮৫)123, 4]


Dr. Carl Sagan on Hindu Cosmology
Comment : Can you dream up with a number of 8.64 billion solar years as a day-night of Brahma ? If the time scales discovered by ancient Hindu Rishis 5,000 years ago, correspond to modern, astronomical findings, then one must accept that these Rishis must be using some degree of meditative consciousness to realise that infinite. [YouTube]
_____________________________________________
Uploaded by rk

Disclaimer
Compiled from online sources only except the books "Cosmos" by Dr. Carl Sagan and "Sri Gita" by Jagadeeshchandra Ghosh .

No comments:

Post a Comment