(গীতাশাস্ত্রী জগদীশচন্দ্র ঘোষ)*
হে জননি ভগবদ্গীতে, মহাভারতের মধ্যে প্রাচীন মুনি ব্যাসদেব কর্তৃক গ্রথিত স্বয়ং ভগবান্ নারায়ণ-কর্তৃক পার্থকে উপলক্ষ্য করিয়া সম্যক্রূপে বিজ্ঞাপিত পুনর্জন্মনাশকারিণী অদ্বৈতামৃতবর্ষিণী অষ্টাদশাধ্যায়রূপিণী ভগবতী, তোমাকে আমি মনে মনে চিন্তা করিতেছি । ১
হে বিকশিত পদ্মপত্রের ন্যয় চক্ষুবিশিষ্ট মহাবুদ্ধি ব্যাসদেব, তোমায় নমস্কার । তোমাকর্তৃক মহাভারতরূপ তৈলদ্বারা পরিপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বালিত হইয়াছে । ২
শরণাগতের পক্ষে পারিজাত বা কল্পবৃক্ষ তুল্য তাড়নার নিমিত্ত বেত্রদণ্ডধৃতহস্ত অপিচ জ্ঞানমুদ্রাবিশিষ্ট-হস্ত (অর্জুনকে উপদেশ দিবার নিমিত্ত তর্জনী ও অঙ্গুষ্ঠাঙ্গুলি মিলিত করিয়া যে মুদ্রা তাহা জ্ঞানমুদ্রা), গীতারূপ অমৃত দোহনকারী শ্রীকৃষ্ণকে নমস্কার । ৩
সমস্ত উপনিষৎ গাভীস্বরূপ, গোপালনন্দন দোহনকর্তা, অর্জুন বৎসতুল্য, পণ্ডিত ব্যক্তি পানকর্তা, গীতার অমৃতস্বরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধসদৃশ । ৪
বসুদেবের পুত্র, কংস ও চাণুর দৈত্যের বিনাশক, দেবকীর পরম আনন্দপ্রদ, জগদ্গুরু দীপ্তিমান্ শ্রীকৃষ্ণকে বন্দনা করি । ৫
ভিষ্ম ও দ্রোণ যে যুদ্ধরূপ নদের তট, জয়দ্রথ যার জল, গান্ধারীর পুত্রগণ যাতে নীলোৎপল, শল্য যাতে কুম্ভীর, কৃপাচার্য যাতে প্রবাহস্বরূপ, কর্ণ যার বেলাভূমি, অশ্বত্থামা ও বিকর্ণ যাতে ঘোর মকরসদৃশ, দুর্যোধন যার আবর্ত, সেই রণনদী, (সতি) কেশব কর্ণধার (হওয়াতে) নিশ্চিতরূপে পাণ্ডবেরা উত্তীর্ণ হইয়াছে । ৬
অমল কলিকলুষনাশক গীতার উপদেশরূপ সুগন্ধযুক্ত নানা আখ্যানরূপ কেশরবিশিষ্ট শ্রীকৃষ্ণের বাণীদ্বারা প্রবোধিত জগতে সর্বদা সজ্জনরূপ ভ্রমরগণ কর্তৃক সানন্দে পুনঃ পুনঃ পীয়মান পরাশরনন্দন বেদব্যাসের বাক্য-সরোবরে জাত মহাভারতরূপ পদ্ম আমাদের কল্যাণের নিমিত্ত হোক । ৭
যাঁহার কৃপা মূককে বাচাল করে, পঙ্গুকে পর্বত অতিক্রম করায়, সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি । ৮
ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র ও বায়ু, সামবেদগায়কগণ, অঙ্গ, পদক্রম ও উপনিষদের সহিত বেদদ্বারা যোগিগণ ধ্যানাবস্থিত তদ্গত চিত্তে যাঁহাকে দর্শন করেন, দেবতা ও অসুরগণ যাহার শেষ জানেন না, সেই দেবতাকে নমস্কার । ৯
হে বিকশিত পদ্মপত্রের ন্যয় চক্ষুবিশিষ্ট মহাবুদ্ধি ব্যাসদেব, তোমায় নমস্কার । তোমাকর্তৃক মহাভারতরূপ তৈলদ্বারা পরিপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বালিত হইয়াছে । ২
শরণাগতের পক্ষে পারিজাত বা কল্পবৃক্ষ তুল্য তাড়নার নিমিত্ত বেত্রদণ্ডধৃতহস্ত অপিচ জ্ঞানমুদ্রাবিশিষ্ট-হস্ত (অর্জুনকে উপদেশ দিবার নিমিত্ত তর্জনী ও অঙ্গুষ্ঠাঙ্গুলি মিলিত করিয়া যে মুদ্রা তাহা জ্ঞানমুদ্রা), গীতারূপ অমৃত দোহনকারী শ্রীকৃষ্ণকে নমস্কার । ৩
সমস্ত উপনিষৎ গাভীস্বরূপ, গোপালনন্দন দোহনকর্তা, অর্জুন বৎসতুল্য, পণ্ডিত ব্যক্তি পানকর্তা, গীতার অমৃতস্বরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধসদৃশ । ৪
বসুদেবের পুত্র, কংস ও চাণুর দৈত্যের বিনাশক, দেবকীর পরম আনন্দপ্রদ, জগদ্গুরু দীপ্তিমান্ শ্রীকৃষ্ণকে বন্দনা করি । ৫
ভিষ্ম ও দ্রোণ যে যুদ্ধরূপ নদের তট, জয়দ্রথ যার জল, গান্ধারীর পুত্রগণ যাতে নীলোৎপল, শল্য যাতে কুম্ভীর, কৃপাচার্য যাতে প্রবাহস্বরূপ, কর্ণ যার বেলাভূমি, অশ্বত্থামা ও বিকর্ণ যাতে ঘোর মকরসদৃশ, দুর্যোধন যার আবর্ত, সেই রণনদী, (সতি) কেশব কর্ণধার (হওয়াতে) নিশ্চিতরূপে পাণ্ডবেরা উত্তীর্ণ হইয়াছে । ৬
অমল কলিকলুষনাশক গীতার উপদেশরূপ সুগন্ধযুক্ত নানা আখ্যানরূপ কেশরবিশিষ্ট শ্রীকৃষ্ণের বাণীদ্বারা প্রবোধিত জগতে সর্বদা সজ্জনরূপ ভ্রমরগণ কর্তৃক সানন্দে পুনঃ পুনঃ পীয়মান পরাশরনন্দন বেদব্যাসের বাক্য-সরোবরে জাত মহাভারতরূপ পদ্ম আমাদের কল্যাণের নিমিত্ত হোক । ৭
যাঁহার কৃপা মূককে বাচাল করে, পঙ্গুকে পর্বত অতিক্রম করায়, সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি । ৮
ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র ও বায়ু, সামবেদগায়কগণ, অঙ্গ, পদক্রম ও উপনিষদের সহিত বেদদ্বারা যোগিগণ ধ্যানাবস্থিত তদ্গত চিত্তে যাঁহাকে দর্শন করেন, দেবতা ও অসুরগণ যাহার শেষ জানেন না, সেই দেবতাকে নমস্কার । ৯
___________________________
*Hard Copy Source:
*Hard Copy Source:
"Sri Gita" or "Srimadbhagabadgeeta" by Gitashastri Jagadish Chandra Ghosh & Anil Chandra Ghosh. 26th Edition - June 1997 (1st Edition, 1925 from Dhaka now in Bangladesh). Published by Subhadra Dey (Ghosh), Presidency Library, 15 Bankim Chatterjee Street, Kolkata-700073. Printed by Web Impressions Pvt.Ltd., 34/2 Beadon Street, Kolkata-700006.
Disclaimer: This site is not officially related to Presidency Library, Kolkata. This is a personal, non-commercial, research-oriented effort of a novice religious wanderer.
এটি আধ্যাত্মিক পথের এক অর্বাচীন পথিকের ব্যক্তিগত, অবাণিজ্যিক, গবেষণা-ধর্মী প্রয়াস মাত্র ।
No comments:
Post a Comment